thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ওবামার প্রতি অসন্তুষ্ট যুক্তরাষ্ট্রের তরুণ সম্প্রদায়

২০১৩ ডিসেম্বর ০৫ ১০:০১:৫০
ওবামার প্রতি অসন্তুষ্ট যুক্তরাষ্ট্রের তরুণ সম্প্রদায়

দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর তার কার্যক্রমে দেশটির তরুণ সম্প্রদায় অনেকটা অসন্তুষ্ট। তবে এখনো সুযোগ থাকলে তারা ওবামাকে ভোট দেবেন বলে বুধবার প্রকাশিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের করা এক জরিপে জানা গেছে।

হার্ভার্ড’স ইনিস্টিটিউট অব পলিটিকস ১৮ থেকে ২৯ বছর বয়সী দুই হাজার তরুণ ভোটারদের ওপর এ জরিপ চালায়।

৩০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এ জরিপ চালানো হয়। অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারী বলেছেন ওবামা তার দ্বিতীয় মেয়াদে একজন গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে সিরিয়া ও ইরানের ব্যাপারে এমনকি দেশের অর্থনীতি, হেলথকেয়ার ও বাজেটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে যেসব সিদ্ধান্ত নিয়েছেন, তাতে তারা হতাশ।

জরিপে অংশ নেওয়া অনেকেই বলেছেন অর্থনীতি তাদের প্রধান উদ্বেগের বিষয়।

তবে রিপাবলিকান ও ডেমোক্রেটিক, উভয়দলের প্রতিই মার্কিনিদের অসন্তোষজনক মনোভাব প্রকাশ পেয়েছে। জরিপে অংশ নেওয়া ৪৬ শতাংশ তরুণ বলেছেন, ২০১২ সালের নির্বাচনে ফের ভোট দেওয়ার সুযোগ থাকলে তারা ওবামাকেই ভোট দিতেন। ৩৫ শতাংশ বলেছেন তারা মিট রমনিকে ভোট দিতেন।

এর আগে, ২৫ নভেম্বর সিএনএন/ওআরসি’র করা এক জরিপেও ওবামার জনপ্রিয়তা হ্রাসের বিষয়টি ওঠে এসেছিল। সূত্র: রয়টার্স।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর