thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

বরিশালে সংঘর্ষে আহত ৭

২০১৩ ডিসেম্বর ০৫ ১০:১৬:১২
বরিশালে সংঘর্ষে আহত ৭

বরিশাল সংবাদাতা : পুলিশের সঙ্গে সংঘর্ষ, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে বরিশালে চলছে ১৮ দলের অবরোধ কর্মসূচির ষষ্ঠ দিন। বৃহস্পতিবার সকাল ৮টায় পোর্ট রোডে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে তিন পুলিশসহ সাতজন আহত হয়েছেন। আটক হয়েছেন একজনকে।

অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল না করলেও লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। নগরীতে যান চলাচল করছে।

সকাল ৮টায় নগরীর পোর্ট রোডে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান শাহীনের নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি মিছিল বের হতে চাইলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় অবরোধকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। আটক করা হয় একজনকে।

অপরদিকে, ভোর ৫টায় নবগ্রাম রোডে জামায়াতে ইসলামী গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে নলী দাসের পুল এলাকায় গাছের গুঁড়িতে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করা হয়। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ করে তারা।

তবে পুলিশের টহল জোরদার থাকায় মহাসড়কের কোথায়ও দাঁড়াতে পারেনি অবরোধকারীরা।

মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম জানান, আইনশৃংখলা রক্ষায় বৃহস্পতিবার ৭০০ পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল দল রয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির এক কর্মীকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/বিএস/এস/এমএআর/ ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর