thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

নীলফামারীতে বিএনপি নেতা খুন

২০১৩ ডিসেম্বর ০৫ ১০:২৫:১৪
নীলফামারীতে বিএনপি নেতা খুন

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর ডোমারে বিএনপি নেতা জালাল উদ্দিনকে (৪৫) হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা । বুধবার রাতে আন্ধুরুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার বামুনিয়া ইউনিয়নের আমির উদ্দিনের ছেলে জালাল উদ্দিন তার দুই সঙ্গী রফিকুল ইসলাম (৪০) ও ডাবলু রহমানকে (৩৫) নিয়ে রাত ১২টার দিকে ডোমার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা আন্ধুরুর মোড় সংলগ্ন দই খাওয়া পুলের নিকট পৌঁছলে দুর্বৃত্তরা রশি টেনে তাদের গতিরোধ করে। জালাল উদ্দিনকে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তার অপর দুই সঙ্গী রফিকুল ও ডাবলুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহিত জালাল উদ্দিন বামুনিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। পুলিশ রাতেই নিহতের মৃতদেহ উদ্ধার করে।

বিএনপি ডোমার উপজেলা শাখার সভাপতি পৌর মেয়র মনছুরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধান, পৌর সভাপতি রেজাউল করিম রাজু অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।

(দ্য রিপোর্ট/এএম/এস/এসবি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর