thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

গাইবান্ধায় রেল যোগাযোগ স্বাভাবিক

২০১৩ ডিসেম্বর ০৫ ১১:০৪:০১
গাইবান্ধায় রেল যোগাযোগ স্বাভাবিক

গাইবান্ধা সংবাদদাতা : ২৪ ঘণ্টারও বেশি সময় বিচ্ছিন্ন থাকার পর গাইবান্ধার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার সকালে লাইনচ্যুত বগিগুলোর উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এ প্রসঙ্গে বোনারপাড়া থানা রেল পুলিশের ওসি সাইদুর রহমান জানান, সকাল ৯টার দিকে উদ্ধারকাজ শেষ হয়েছে।

বগুড়া রেলস্টেশন মাস্টার বেনজীর আহমেদ জানান, সকাল ১০টায় ট্রেনটি গাইবান্ধা থেকে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছে।

উল্লেখ্য, ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে জেলার বোনারপাড়া ও মহিমাগঞ্জ স্টেশনের মাঝামাঝি বুরুঙ্গি নামক স্থানে দুর্বৃত্তরা রেল ফিসপ্লেট খুলে রেখে দেয়। এ কারণে বুধবার রাত সোয়া ২টার দিকে পদ্মরাগ নামের ট্রেন চারটি বগিসহ পাশের খাদে পড়ে যায়। এতে পাঁচজন নিহত হন। আহত হন আরো ৩০ জন। তারা গাইবান্ধা ও বগুড়ায় চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এএইচ/এস/ডব্লিউএস/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর