thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

অবরোধে ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

২০১৩ ডিসেম্বর ০৫ ১১:২১:০১
অবরোধে ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

সাতক্ষীরা সংবাদদাতা : ১৮ দলের ডাকা টানা ১৩১ ঘণ্টা অবরোধের ষষ্ঠ দিনেও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

অবরোধের কবলে ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তেমনি কর্মহীন হয়ে পড়ছেন বন্দর সংশ্লিষ্ট শ্রমিকরা।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, টানা অবরোধের কবলে স্থবির হয়ে পড়েছে সবকিছু ।

ব্যবসায়ীরা কোনো মালামাল আমদানি-রফতানি করতে পারছেন না।

তিনি জানান, ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় ৮০০-৯০০ ট্রাকের লাইন পড়ে গেছে। এরই মধ্যে কাঁচামাল পচতে শুরু করেছে। সবচয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পিঁয়াজ ও ফল আমদানিকারকরা।

এদিকে পিঁয়াজসহ কাঁচামাল না আসতে পারায় স্থানীয় বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা দাম বেড়েছে।

ভোমরা স্থলবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার উত্তম বিশ্বাস জানান, অবরোধের মধ্যেও তাদের অফিস খোলা রয়েছে। টানা ছয় দিন বন্ধ থাকায় সরকার প্রায় ৩ কোটি টাকা রাজস্ব হারিয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এমআর/এস/এসবি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর