thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সাতক্ষীরায় সড়ক অবরোধ

২০১৩ ডিসেম্বর ০৫ ১১:২৯:২৪
সাতক্ষীরায় সড়ক অবরোধ

সাতক্ষীরা সংবাদদাতা : ১৮ দলের অবরোধের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছের গুঁড়ি ও বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধকারীরা। এছাড়া তারা রাস্তার ওপর মাটির প্রাচীর তৈরি করেও জেলা শহরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

সকালে শহরের পলাশপোল এলাকায় অবরোধ সমর্থকরা পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে তারা।

সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকাল এলাকায় গাছ কেটে ও সড়কের ওপর বসে অবস্থান ধর্মঘট ও সমাবেশ করে অবরোধ সমর্থকরা। সাতক্ষীরা-খুলনা মহসড়কের বিনেরপোতা, সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর, কুল্লার মোড় এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছন্ন করে রাখা হয়েছে। ফলে সাতক্ষীরার সঙ্গে অন্যান্য জেলা ও উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অপরদিকে, অবরোধের কারণে সাতক্ষীরার কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। ভোমরা স্থলবন্দরের আমাদানি-রফতানি কার্যক্রম দীর্ঘ ছয় দিন ধরে বন্ধ রয়েছে। নাশকতা এড়াতে সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এস/এফএস/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর