thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

আইফোন ব্যবহারের অনুমতি নেই ওবামার!

২০১৩ ডিসেম্বর ০৫ ১১:৪২:০৫
আইফোন ব্যবহারের অনুমতি নেই ওবামার!

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বজুড়ে আইফোনের জয়জয়কার হলেও খোদ মার্কিন প্রেসিডেন্ট ওবামারই আইফোন ব্যবহারের অনুমতি নেই।

নিরাপত্তাজনিত কারণেই তাকে আইফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি বলে বুধবার জানান ওবামা। এজন্যই তাকে একটি ভারি নিরাপদ ব্ল্যাকবেরি ফোন ব্যবহার করতে দেখা যায়। স্বাস্থ্য সংক্রান্ত আইনের প্রচারণায় হোয়াইট হাউসে ওবামা একদল তরুণের সামনে এসব কথা বলেন।

তবে নিজের আইফোন না থাকলেও মেয়ে মালিয়া ও সাশা তাদের আইফোন নিয়েই ব্যস্ত থাকে বলে জানালেন ওবামা।

ব্ল্যাকবেরি ফোনের নিরাপত্তাব্যবস্থা খুব শক্তিশালী। এজন্যই ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে ব্ল্যাকবেরি ফোন খু্ব জনপ্রিয়। যদিও অন্যান্য স্মার্টফোনের তুলনায় বাজারে লোকসানের মুখই দেখছে ব্ল্যাকবেরি।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ফোনে যুক্তরাষ্ট্রের আড়ি পাতায় বিষয়টি আলোচনায় আসার পর ওবামার ফোনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে ওবামা শপথ নেওয়ার পরপরই তার ব্ল্যাকবেরি ফোনে সিক্রেট সার্ভিসের গোপন তথ্যগুলো রাখার অনুমতি পেয়েছেন ওবামা। যদিও তার ফোন হ্যাক হওয়ার ঝুঁকি রয়েছে। তার অবস্থান জানাজানি হওয়ার ঝুঁকিও রয়েছে।

ওবামার ব্যক্তিগত ইমেইলও সিনিয়র কর্মকর্তা ও ঘনিষ্ট বন্ধুর মতো অল্প কয়েকজন জানেন।

ওবামা অবশ্য অনেক সময় তার চারদিকে ঘিরে থাকা নিরাপত্তার বলয় তাকে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগে বাধা দিচ্ছে বলে আক্ষেপ করেছেন। তবে অনেকেই বলেছেন, ওবামার ব্ল্যাকবেরি তার এই কারাবাস থেকে মুক্তি লাভের উপায়। সূত্র: এএফপি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর