thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

পাওয়ারগ্রিডের বিদ্যুৎ আমদানি শুরু

২০১৩ ডিসেম্বর ০৫ ১২:১০:৩৭
পাওয়ারগ্রিডের বিদ্যুৎ আমদানি শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাওয়ারগ্রিড কোম্পানি অব বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৪ ডিসেম্বর ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করেছে পাওয়াগ্রিড। ভারতের পাওয়ারগ্রিড করপোরেশনের কাছ থেকে ২৫০ মেগাওয়াট কেনা হচ্ছে সে দেশের ভোক্তা মূল্যে আর বাকি ২৫০ মেগাওয়াট বাণিজ্যিক মূল্যে। সে হিসেবে ২৫০ মেগাওয়াট বিদ্যুতের প্রতি ইউনিটের মূল্য সাড়ে ৪ টাকা এবং বাকি ২৫০ মেগাওয়াটের প্রতি ইউনিটের মূল্য পড়ছে সাড়ে ৬ টাকা।

ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা পর্যন্ত ৭১ কিলোমিটার দীর্ঘ লাইন দিয়ে এ বিদ্যুৎ আমদানি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, পাওয়াগ্রিড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৬ সালে।

(দ্য রিপোর্ট/এস/এইচকে/ডিসেম্বর ৫, ডিসেম্বর ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

কোম্পানি সংবাদ এর সর্বশেষ খবর

কোম্পানি সংবাদ - এর সব খবর