thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পদত্যাগ করতে গণভবনে যাবেন সালমা ইসলাম

২০১৩ ডিসেম্বর ০৫ ১২:৩৮:২৭
পদত্যাগ করতে গণভবনে যাবেন সালমা ইসলাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচনকালীন সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম পদত্যাগ করতে গণভবনে যাবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সালমা ইসলাম বলেন, ‘আমি পার্টির প্রেসিডিয়াম সদস্য, পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিয়েছেন তা মেনে আমরা পদত্যাগ করব।’

তবে কখন তিনি পদত্যাগ করতে গণভবনে যাবেন, তা তিনি সাংবাদিকদের বলেননি।

(দ্য রিপোর্ট/এসএ/এফএস/এস/এসবি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর