thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

বাগেরহাটে সড়ক অবরোধ

২০১৩ ডিসেম্বর ০৫ ১৩:১২:১০
বাগেরহাটে সড়ক অবরোধ

বাগেরহাট সংবাদদাতা : জেলায় বৃহস্পতিবার সকালে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা খানজাহান আলী দরগাহ মাজার মোড়ে খুলনা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। এদিন ভোরের দিকে ফকিরহাটের কাঁঠালতলা এলাকায় গাছের গুড়ি ফেলে ও রাস্তায় শুয়ে অবরোধ করে তারা।

খানজাহান আলী দরগাহ মাজার মোড়ে অবরোধ কর্মসূচি চলাকালে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ শেষে সমাবেশে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সদস্য সচিব অ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম, বিএনপি নেতা মোজাফফর রহমান আলম, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, মেহেবুবুল হক কিশোর, সরদার লিয়াকত আলী, হাদিউজ্জামান হিরো, সুজা উদ্দিন মোল্লা সুজন, হাফেজ আজমল হোসেন প্রমূখ।

অবরোধে বাগেরহাট থেকে দূরপাল্লার কোন পরিবহন ও অভ্যন্তরীন রুটে কোন ধরনের বাস, ট্রাক ও টেম্পু চলাচল করেনি।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলি জানান, অবরোধ কর্মসূচিতে বাগেরহাটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

(দ্য রিপোর্ট/কে/এমএআর/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর