thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

বেআইনী অনুপ্রবেশে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

২০১৩ ডিসেম্বর ০৫ ১৩:২১:১৮
বেআইনী অনুপ্রবেশে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : বেআইনীভাবে নৌকায় করে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এ যাবতকালের সবচেয়ে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার প্রোটেকশন মন্ত্রী স্কট মরিসন বুধবার এ কথা জানান। তিনি বলেন, চলতি বছরের ১৯ জুলাইয়ের আগে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তাদের স্থায়ী ভিসা সুরক্ষা দেয়া হবে না।

ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বৃহস্পতিবার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ পদক্ষেপের কথা ডিসেম্বরের ৩ তারিখে ঘোষিত হয়।

তিনি বলেন, ‘নৌকায় আসা বেআইনী অনুপ্রবেশকারীদের স্থায়ীভাবে বসবাসকে আমরা কখনোই অনুমোদন করব না।’

আরো বলেন, ‘এর কোনো ব্যতিক্রম ঘটবে না।’

মরিসন বলেন, ‘অস্ট্রেলিয়ান সরকারের এই বার্তা পরিষ্কার। আপনাদের এখানে আসা উচিত হবে না, কেননা এখানে আপনাদের থাকার অনুমতি নেই।’

তিনি আরো বলেন, ‘যারাই এভাবে আসবেন তাদের স্থান হবে পাপুয়া নিউগিনি অথবা নাউরুতে।’

মন্ত্রী বলেন, ‘পাচারকারীরা মানুষকে এই পথে অস্ট্রেলিয়া আসতে উদ্ধুদ্ধ করে। কিন্তু তাদের কথা শোনা উচিত নয়। এতে শুধু টাকা ও সময়ের অপচয় ঘটে।’

(দ্য রিপোর্ট/এস/ডব্লিউএস/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর