thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

সহিংসতায় আহত মফিজের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ০৫ ১৩:৩১:৪২
সহিংসতায় আহত মফিজের মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা : অবরোধের সহিংসতায় প্রাণ গেল আরো এক রিক্সা চালকের। নিহতের নাম মফিজুর রহমান মফিজ (৫০)। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রিকশাচালক মারা যান।

তিনি জানান, দুই ডিসেম্বর ফেনীর দাগনভূঞায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত হন রিকশাচালক মফিজুর। এ সময় তাকে ভর্তি করা হয় চমেক হাসপাতালে। কিন্তু তিন দিনেও তার অবস্থার কোন উন্নতি হয়নি।

নিহতের ছেলে মজিবুল হক জানান, ২ ডিসেম্বর সকালে দাগনভূঞায় আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের সময় গুলিবৃদ্ধ হন তার বাবা।

তিনি কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে প্রশ্ন করেন, আমার বাবার অপরাধ কী ছিল?

(দ্য রিপোর্ট/কেএইচ/এস/এসবি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর