thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

যশোরে মার্কেটে বোমা বিস্ফোরণ, আহত ৫

২০১৩ ডিসেম্বর ০৫ ১৩:৩৩:০৬
যশোরে মার্কেটে বোমা বিস্ফোরণ, আহত ৫

যশোর সংবাদদাতা : যশোর শহরের কালেক্টরেট কাটপিস মার্কেটে বোমা বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, বুধবার রাতে মার্কেটের সাদ্দাম এক্সপোর্টের মালিকের পুত্র বাবুর সঙ্গে ফেড গ্যালারির কর্মচারী সালমানের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে সালমান একটি বোমার বিস্ফোরণ ঘটায় সাদ্দাম এক্সপোর্টের সামনে।

বোমাটি বিস্ফোরিত হলে সেখানে থাকা বিভিন্ন দোকানের কর্মচারী সোহাগ, হাবিবুর, হাফিজ, মেহেদি ও হোসেন আহত হন।

আহতরা যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার জহুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে সেখানে এসআই ফারুকের নেতৃত্বে একদল ফোর্স পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএম/এস/জেএম/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর