thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মন্ত্রীরা পদত্যাগ না করলে বহিষ্কার : এরশাদ

২০১৩ ডিসেম্বর ০৫ ১৩:৫৯:৫৫
মন্ত্রীরা পদত্যাগ না করলে বহিষ্কার : এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্দেশ দেওয়ার পরও মন্ত্রীরা পদত্যাগ না করলে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কের সামনে এরশাদের বরাত দিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ।

তিনি বলেন, ‘দুপুরের দিকেই জাতীয় পার্টির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ, মহাসচিব বেসামরিক বিমানমন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু প্রধামন্ত্রীর কার্যালয়ে গিয়েছেন। তারা সেখান থেকে বেরিয়ে এলেই আপনারা সব কিছু জানতে পারবেন। তারপরও কেউ যদি পদত্যাগ না করেন, তাহলে তাদের পার্টি থেকে বহিষ্কার করা হবে।’

এদিকে এ রিপোর্ট লেখার সময় এরশাদের বাড়ির চারপাশে বিপুলসংখ্যক র‌্যাব, পুলিশ মোতায়েন রয়েছে। গোয়েন্দাদের উপস্থিতিও লক্ষ্যনীয়। এরশাদের বাসার পেছনের ফটকেও র‌্যাব, গোয়েন্দারা অবস্থান নিয়েছে।

এরশাদের বাসায় নেতাদের মধ্যে উপস্থিত আছেন প্রেসিডিয়াম সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরী, সৈয়দ আব্দুল মান্নান, সুনীল শুভরায়, এরশাদের উপদেষ্টা রিন্টু আনোয়ার, আব্দুল হামিদ ভাসানী প্রমুখ।

প্রসঙ্গত বুধবার বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এরশাদ সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে মন্ত্রীদের নির্বাচনকালীন সরকার থেকে পদত্যাগের নির্দেশ দিচ্ছি। এই নির্বাচনে যাব না। এটাই আমার শেষ কথা। নির্বাচনে যাব না, না, না।’

(দ্য রিপোর্ট/এসএ/এস/এসবি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর