thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

‘দ্রুত সেনাবাহিনী নামানো উচিত’

২০১৩ ডিসেম্বর ০৫ ১৫:০৭:৩৮
‘দ্রুত সেনাবাহিনী নামানো উচিত’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দ্রুত সেনাবাহিনী নামানো উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজীবুল বশর মাইজভাণ্ডারি।

তিনি বলেন, ‘এ ব্যাপারে প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছেন। শিগগিরই তিনি এ বিষয়ে তার সিদ্ধান্ত জানাবেন।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তরিকত ফেডারেশনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

নজীবুল বশর বলেন, ‘দেশের এ ক্রান্তিকালে আমরা তরিকত ফেডারেশন জোটনেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। জাতি আজ দু’ভাগে বিভক্ত। একদিকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সব দলের অংশগ্রহণে যে আন্দোলন চলছে জঙ্গিবাদ-সন্ত্রাস, জামায়াত-শিবিরের বিরুদ্ধে, আরেক দিকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জামায়াত-শিবিরসহ জঙ্গিবাদ-সন্ত্রাসীদের আন্দোলন চলছে।বিজয়ের মাস ডিসেম্বরে জামায়াত-শিবিরের বোমার আঘাতে মানুষ মারা যাচ্ছে, বাসে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে ফেলা হচ্ছে। তাই আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা বসে থাকতে পারি না।’

নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বর্তমান সরকার যে স্থায়ী সমাধানের ব্যবস্থা করেছে তার পক্ষেও সমর্থন জানায় তরিকত ফেডারেশন। গণতন্ত্রসহ সংবিধানকে সমুন্নত রাখার জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে তরিকত ফেডারশন ঐক্যবদ্ধভাবে লড়ে যাবে।

তিনি বলেন, ‘আগামী দিনের নির্বাচনে কে আসবে কে আসবে না তা সময়ই বলে দেবে। সংবিধানকে সমুন্নত রাখার জন্য তরিকত ফেডারেশন ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাবে।’

নজীবুল বশর বলেন, ‘জাতীয় পার্টির নির্বাচনে আসা উচিত। উনি (এরশাদ) বলেছেন, জামায়াত-শিবির আসলে উনার কোনো ক্ষতি নেই, কিন্তু উনি যদি উনার এ বৃদ্ধ বয়সে জামায়াত-শিবিরের পক্ষে না গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেন তাহলে জাতি তাকে আজীবন স্মরণ রাখবে।’

(দ্য রিপোর্ট/ওএস/এনডিএস/ডিসেম্বর ০৫,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর