thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ফকিরহাটে কষ্টি পাথরের কৃষ্ণমূর্তি উদ্ধার

২০১৩ ডিসেম্বর ০৫ ১৫:১৮:৪৮
ফকিরহাটে কষ্টি পাথরের কৃষ্ণমূর্তি উদ্ধার

বাগেরহাট সংবাদদাতা : জেলার ফকিরহাটে মূলঘর মন্দির থেকে সাড়ে তিনমাস আগে চুরি হওয়া কষ্টি পাথরের কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আনোয়ার হোসেন দ্য রিপোর্টকে জানান, বৃহস্পিতিবার বেলা ১১টায় উপজেলার মূলঘর গ্রামের শেখ আশরাফুল হকের বাড়ির নিচতলা থেকে কৃষ্ণমূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার করা কৃষ্ণমূর্তিটির ওজন ৪ কেজি ২৪ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানান তিনি।

বাড়ির মালিক আশরাফুল হকের বার্তা দিয়ে ওসি দ্য রিপোর্টকে আরো জানান, যে তালাবদ্ধ ঘরটি থেকে কৃষ্ণমূর্তিটি উদ্ধার করা হয়েছে, সেখানে নুরুল আমিন নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন। দেড়মাস আগে ভাড়া পরিশোধ না করে পালিয়ে যান। এ ঘটনায় তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

উল্লেথ্য ১৭ আগষ্ট রাতে উপজেলার মূলঘর মন্দির থেকে কৃষ্ণমূর্তিটি চুরি হয়। এর পরদিন মহেন্দ্র পাল বাদী হয়ে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এসবি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর