thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বিহারে একই পরিবারের পাঁচ কিশোরীকে হত্যা

২০১৩ ডিসেম্বর ০৫ ১৬:৩৩:২৪
বিহারে একই পরিবারের পাঁচ কিশোরীকে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের বিহার রাজ্যের গয়া গ্রামে একই পরিবারের পাঁচ কিশোরীকে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। ওই বিশোরীদের বয়স আট থেকে ১৭ বছরের মধ্যে। বুধবার রাতে তাদের হত্যা করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই কিশোরীরা সম্পর্কে চাচাতো বোন। ওই কিশোরীদের বাবারা তিন ভাই। তারা একই বাড়িতে থাকেন। তবে ওই কিশোরীদের ভাইদের কোনো আঘাত করেনি হত্যাকারীরা। ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ওই পরিবারের সদস্যরা তাদের এক দূরসম্পর্কের আত্মীয়কে এ ঘটনার জন্য দায়ী বলে সন্দেহ করছে। সম্প্রতি এক কিশোরী ধর্ষণকে কেন্দ্র করে প্রতিশোধমূলকভাবে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে পুলিশ সন্দেহ করছে। সূত্র: এনডিটিভি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর