thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

বালি প্যাকেজ অনুমোদনে বাংলাদেশের আহবান

২০১৩ ডিসেম্বর ০৫ ১৬:৪৫:২৩
বালি প্যাকেজ অনুমোদনে বাংলাদেশের আহবান

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বালি প্যাকেজ’ অনুমোদনের জন্য এলডিসি সদস্য দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বালিতে বৃহস্পতিবার বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের চলমান নবম সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বাংলাদেশের পক্ষ থেকে এ আহবান জানিয়েছেন বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

একই সঙ্গে উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ‘দোহা রাউন্ডে’র সফল সমাপ্তির লক্ষ্যে বালি পরবর্তী ভবিষ্যত ‘রোডম্যাপ’ গ্রহণের জন্যও সদস্য দেশগুলোর প্রতি আহবান জানান সচিব।

বালি প্যাকেজে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে চলমান দোহা রাউন্ডের আওতায় বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশসমূহকে শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা প্রদান, প্রেফারেনশিয়াল বা শুল্ক মুক্ত স্কীম এর রুলস অব অরিজিন সহজ, স্বচ্ছ এবং শিথিল করা। সেবা খাতের বাণিজ্যে স্বল্পোন্নত দেশসমূহের অনুকুলে প্রেফারেনশিয়াল মার্কেট একসেস প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন এবং কটন ইস্যু।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্পোন্নত দেশের অনুকূলে বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রেড সম্পর্কিত মেধাস্বত্ব চুক্তি প্রতিপালনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতির মেয়াদ পুনরায় বাড়ানোর জন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে স্বল্পোন্নত দেশগুলোকে বর্ধিত বাজার সুবিধা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর