thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

লালমোহনে ২ জনের অস্বাভাবিক মৃত্যু

২০১৩ ডিসেম্বর ০৫ ১৭:০৮:০১
লালমোহনে ২ জনের অস্বাভাবিক মৃত্যু

বরিশাল সংবাদদাতা : ভোলার লালমোহনে দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বক্তি মারা গেছেন।

নিহতরা হলেন- চর লক্ষ্মীপুর গ্রামের সাহজাহান মাষ্টারের ছেলে কলেজছাত্র হাসনাইন আহমেদ (২০) ও পৌর এলাকার শফি দুবাইর (৭০)।

লালমোহন থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাজধানী তিতুমীর কলেজের ছাত্র হাসনানই ঢাকা থেকে লঞ্চযোগে ভোলায় আসেন। অবরোধের কারণে বাস চলাচল বন্ধ থাকায় মালবাহী একটি পিকাপভ্যানে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে লালমোহনের ডাওরী বাজার এলাকায় ভোর ৬টায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, শফি দুবাই বাড়ির পাশে বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

(দ্য রিপোর্ট/বিএস/এসবি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর