thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

শিবগঞ্জে আ.লীগকর্মীর পায়ের রগ কর্তন

২০১৩ ডিসেম্বর ০৫ ১৭:১০:৫৮
শিবগঞ্জে আ.লীগকর্মীর পায়ের রগ কর্তন

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : শিবগঞ্জে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগকর্মী মানিক আলীকে (৪০) কুপিয়ে জখম ও তার দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিক জহরপুরের বাহার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জের কানসাট জহরপুর মোড়ে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় এই ঘটনা ঘটে। মানিক আলী কানসাট বাজার থেকে বাড়ি ফেরার পথে জহরপুর মোড়ে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। এ সময় তারা মানিকের দুই পায়ের রগও কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর তাকে চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়। মানিক আলীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

(দ্য রিপোর্ট/এআরএন/আইজেকে/এমসি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর