thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন জাবি উপাচার্য

২০১৩ ডিসেম্বর ০৫ ১৭:২০:২৪
পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি : সরকারের উচ্চ মহলের নির্দেশে বাসভবন ছেড়ে ক্যাম্পাস ত্যাগ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

পুলিশি পাহারায় বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটায় বাসভবন ছেড়ে তিনি ঢাকা যান।

এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান মোল্লা, সাভার সার্কেলের এএসপি রাসেল শেখসহ অতিরিক্ত পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন।

আন্দোলনের মুখে ঢাকা চলে গেলেও এখনই পদত্যাগ করবেন না তিনি, বরং শারীরিক অসুস্থতার কারণে আরও পাঁচদিন ছুটিতে থাকবেন বলে জানা গেছে। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ।

উপাচার্য তার বাসভবন ছেড়ে দেওয়ার পর একটি মৌনমিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে ঐক্য ফোরামের সদস্য সচিব কামরুল আহসান দ্য রিপোর্টকে জানান, উপাচার্যকে সরিয়ে নেওয়ার ব্যাপারে ইতিবাচক ভূমিকার জন্য সরকারকে ধন্যবাদ। তবে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ঐক্য ফোরামের আন্দোলন ও চলমান সর্বাত্মক ধর্মঘট চলবে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর