thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নেতাদের নিয়ে দীর্ঘ বৈঠকে এরশাদ

২০১৩ ডিসেম্বর ০৫ ১৭:২৫:২১

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রস্তাব নিয়ে দলের নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এ বৈঠক শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিল।

প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাব অনুযায়ী, মঞ্জু হত্যা মামলা প্রত্যাহার ও জাপাকে প্রত্যাশা অনুযায়ী সবকটি আসন দেওয়া হবে। শেখ হাসিনার এই আশ্বাসের প্রেক্ষিতে এরশাদ দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন বলে জাপা সূত্রে জানা যায়।

এর আগে, পদত্যাগের গুজবের মুখে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান বিমানমন্ত্রী এ বি এম রুহুল আমিন হওলাদার, স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সেখানে প্রায় আড়াই ঘণ্টা অবস্থানের পর দুপুর ২টা ২০ মিনিটে তারা বের হয়ে আসেন।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩৪ মিনিটে এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্ক বাসভবনের নিচে সাংবাদিকদের এ বি এম রুহুল আমিন হওলাদার বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে আলোচনা করে যে কোন সময় পদত্যাগ করবেন তারা।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের একটি প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব নিয়ে আমরা দলের চেয়রম্যানের সঙ্গে আলোচনা করবো।’

এদিকে, সর্বদলীয় সরকারে না থাকতে ও নির্বাচনে অংশ না নিতে জাপার নেতাকর্মীরা এরশাদের বাসার সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

(দ্য রিপোর্ট/এসএ/এইচএস/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর