thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

স্বপ্নের ট্রফির বর্ণিল ট্যুর

২০১৩ ডিসেম্বর ০৫ ১৭:৪৫:৩১
স্বপ্নের ট্রফির বর্ণিল ট্যুর

দ্য রিপোর্ট প্রতিবেদক : ফিফা ওয়ার্ল্ডকাপ ট্রফি কাছ থেকে দেখাটা অনেকের কাছে স্বপ্নের মতো। এই স্বপ্নকে সত্যি করে দিচ্ছে কোকা-কোলা। বাংলাদেশের ফুটবল প্রেমিকদের জন্য ট্রফিকে একেবারে কাছ থেকে দেখার সুযোগ করে দিচ্ছে তারা। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের ৮৮ টি দেশ ঘুরে বেড়াবে ট্রফিটি।

২০০৬ সালে জার্মানিতে ফিফা বিশ্বকাপের আগে ৭ জানুয়ারি থেকে ১০ এপ্রিল প্রায় ৩ মাসেরও বেশি সময় নিয়ে প্রথমবারের মতো মূল ফিফা ওয়ার্ল্ডকাপ ট্রফি ২৮টি দেশের ৩১টি শহরে এক অভিনব ট্যুর করেছে। ঘানা থেকে শুরু হয়ে রিও, মেস্কিকো সিটি, পোর্ট অফ স্পেন, লস এঞ্জেলেস, টোকিও, বেইজিং ও লন্ডন প্রণালী হয়ে রোম, ইতালিতে গিয়ে শেষ হয়েছে ট্যুর। ২০০৬ ফিফা বিশ্বকাপ জার্মানি ট্রফি ট্যুরটি বেশ সফলতা এনেছিল।

দ্বিতীয়বারের মতো ট্যুরটি বিশ্বের ৮৪ দেশের ১৩০টি শহরে পরিদর্শন করেছে। এর মধ্যে ৫০টি আফ্রিকান দেশ অন্তর্ভুক্ত ছিল। আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ উদযাপন করার উদ্দেশ্যেই এই ভ্রমণের আয়োজন করা হয়েছিল।

এবার পরপর তৃতীয়বারের মতো মূল ফিফা বিশ্বকাপ ট্রফি বিশ্বজুড়ে সফরে যাচ্ছে। ২০১৩-২০১৪ ট্রফি ট্যুর তার ২৬৭ দিনের সময়কালে ৮৮ টি দেশ সফর করবে। ট্যুরটি গত ১২ই সেপ্টেম্বর রিও ডি জেনেরিও থেকে যাত্রা শুরু করেছে। বিশ্বকাপ ২০১৪ সালের আয়োজক দেশ ব্রাজিলে ফিরে আসার আগে পূর্বে ট্রফিটি সারা বিশ্বে দীর্ঘ নয় মাস ধরে ভ্রমণ করবে। এ ট্যুরটি মোট ১৪৯,৫৭৬.৭৮ কি.মি. (৯২,৯৪২.৭০২ মাইল) দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ পৃথিবীর পরিধির তিন বারেরও বেশি অতিক্রম করবে। ২০১৪ বিশ্বকাপ ব্রাজিলের অফিসিয়াল ম্যাসকট, ফুয়েলকো, ভ্রমণটির বিভিন্ন স্টপে এর সহচারী হবে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর