thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাপার মন্ত্রীরা

২০১৩ ডিসেম্বর ০৫ ১৭:৫২:৫০
এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাপার মন্ত্রীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনকালীন মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী পদত্যাগপত্র স্বাক্ষর করে চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে জমা দিয়েছেন।

পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এরশাদের সঙ্গে বৈঠক শেষে বাসার নিচে উপস্থিত সাংবাদিকদে এ তথ্য জানান।

পদত্যাগপত্র জমা দেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলেন- বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব ও বেসামরিক বিমানমন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার, যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম।

এছাড়া পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানসমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবুল পদত্যাগ পত্র নিয়ে আসছেন বলে জানান সুনীল শুভ রায়।

(দ্য রিপোর্ট/এসএ/এমসি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর