thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সিরাজগঞ্জে দুই ভুয়া ডিসি আটক

২০১৩ ডিসেম্বর ০৫ ১৭:৫১:৪৯
সিরাজগঞ্জে দুই ভুয়া ডিসি আটক

সিরাজগঞ্জ সংবাদদাতা : জেলা প্রশাসকের নামে মোবাইল ফোনে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে দুই ভুয়া ডিসিকে আটক করেছে পুলিশ।

তারা হলেন, সিরাজগঞ্জ এলজিইডি অফিসের পিয়ন ও শহরের বনবাড়িয়া গ্রামের রওশন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৮) ও একই এলাকার আয়নাল হোসেনের ছেলে ওবায়দুল হোসেন (৩৬)।

সদর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, ভুয়া ডিসি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করায় জেলা প্রশাসক বিল্লাল হোসেন নিজে পিয়ন আমিনুল ইসলামকে তার অফিসে ডেকে এনে বুধবার সন্ধ্যায় পুলিশের হাতে তুলে দেন। এরপর রাত ১১টার দিকে থানায় তদবির করতে এলে এ চক্রের আরেক সদস্য ওবায়দুল হোসেনকে আটক করা হয়। তাদের নামে জেলা প্রশাসকের সিএ আব্দুস সালাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে এদের আদালতে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএম/এমসি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর