thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘জাতীয় পার্টির বক্তব্য নিয়ে আমরা চিন্তিত নই’

২০১৩ ডিসেম্বর ০৫ ১৮:২২:৪৮
‘জাতীয় পার্টির বক্তব্য নিয়ে আমরা চিন্তিত নই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ (সিইসি) বলেছেন, জাতীয় পার্টির বিভিন্ন সময়ের বক্তব্য নিয়ে আমরা চিন্তিত নই। এটা রাজনৈতিক ব্যাপার, সংবিধান মেনেই আমাদের নির্বাচন করতে হচ্ছে। গণতন্ত্র রক্ষায় আমাদেরকে অবশ্যই নির্বাচন করতে হবে। বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য আলোচনা জরুরী। সবসময় আলোচনার সুযোগ আছে, আমরা আশবাদী একটা সমঝোতা হবে। সমঝোতা করতে হলে একটা কনক্রিট অগ্রগতি হতে হবে। কিন্তু তা তো দেখছি না।’

তিনি আরো বলেন, ‘দেশ ও জনগণকে বাঁচিয়ে সব কিছু করতে হবে। জনগণ না থাকলে কাকে নিয়ে রাজনীতি করবেন।’

সমঝোতার অগ্রগতি নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই। এই জন্য সমঝোতা প্রয়োজন। সমঝোতার ব্যাপারে আমরা কোনো অগ্রগতি দেখছি না।’

জানমালের নিরাপত্তায় ইসির করণীয় জানতে চাইলে তিনি বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকার, বিরোধীদল ও জনগণ সকলের। বিদ্যমান পরিস্থিতি থেকে বের হয়ে আসতে একটি সমঝোতায় আসতে প্রত্যেক রাজনৈতিক দলের উদ্যোগ নেওয়া উচিত। সমঝোতা হতে হলে সবার সঙ্গে হতে হবে। ২/১টি দলের সঙ্গে হলে হবে না।

(দ্য রিপোর্ট/এমএস/এমএইচও/এমসি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর