thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বাংলাদেশ প্রামাণ্যচিত্র উৎসব

২০১৩ ডিসেম্বর ০৫ ১৮:৩০:২৬
বাংলাদেশ প্রামাণ্যচিত্র উৎসব

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ পঞ্চমবারের মতো আয়োজন করছে ‘বাংলাদেশ প্রামাণ্যচিত্র উৎসব ৫’। ৪ দিনব্যাপী এ উৎসব শুরু হচ্ছে আগামী ১৩ থেকে।

বাংলাদেশের উপর দেশি ও বিদেশি চলচ্চিত্র নির্মাতাদের তৈরি নির্বাচিত প্রামাণ্যচিত্র থাকছে এই উৎসবে। এ ছাড়াও থাকছে ‘প্রতিবাদের ভাষা’ নামে বাংলাদেশী বিশেষ পাঁচজন নির্মাতার বিভিন্ন সময়ের প্রতিবাদের উপর নির্মিত প্রামাণ্যচিত্রের অংশবিশেষ।

উৎসবে বাংলাদেশে তথ্যচিত্র নির্মাণের ক্ষেত্রে অবদানের জন্য যৌথভাবে তারেক মাসুদ ও মিশুক মুনির স্মরণে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। এ ছাড়াও উৎসবের শেষ দিনে ‘শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র পুরস্কার’ ও ‘শ্রেষ্ঠ নবীন প্রামাণ্যচিত্র নিমাতা’ নামে বাছাই করা দুই তথ্যচিত্রকে পুরস্কার দেওয়া হবে।

উৎসবের অংশ হিসেবে আরও থাকছে- চলচ্চিত্র নির্মাণের উপর ৩ দিনব্যাপী সেমিনার ও ডকুমেন্টারি ওয়ার্কশপ।

৪ দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে জাতীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, সেমিনার হল ও জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়ামে।

(দ্য রিপোর্ট/কেএম/আইজেকে/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর