thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

৫ প্রশ্নে অপর্ণা ঘোষ

২০১৩ ডিসেম্বর ০৫ ১৮:৪২:১২
৫ প্রশ্নে অপর্ণা ঘোষ

দ্য রিপোর্ট প্রতিবেদক : এ সময়ের আলোচিত অভিনেত্রী অপর্ণা ঘোষ। ধারাবাহিক ও খণ্ড নাটক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনয় করছেন চলচ্চিত্রেও। ফোনালাপে দ্য রিপোর্টের কাছে তার বর্তমান অবস্থা ও অন্যান্য বিষয়ের কথা জানালেন।

দ্য রিপোর্ট প্রতিবেদক : এ সময়ের আলোচিত অভিনেত্রী অপর্ণা ঘোষ। ধারাবাহিক ও খণ্ড নাটক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনয় করছেন চলচ্চিত্রেও। ফোনালাপে দ্য রিপোর্টের কাছে তার বর্তমান অবস্থা ও অন্যান্য বিষয়ের কথা জানালেন।

দ্য রিপোর্ট : কেমন আছেন?

অপর্ণা : কিছুটা অসুস্থ। বাসায় আছি। বিশ্রাম নিচ্ছি। একটানা কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছি।

দ্য রিপোর্ট : নাটকের কী খবর?

অপর্ণা : শাফায়েত মনসুর রানার ‘ইচ্ছেঘুড়ি’ ও জাহাঙ্গীর আলম সুমনের ‘ভালোবাসা কারে কয়’ ধারাবাহিকের শুটিং করছি।

দ্য রিপোর্ট : এক ঘণ্টার নাটক করছেন না?

অপর্ণা : ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একটি এক ঘণ্টার নাটক শেষ করলাম। রূপক বিন আশরাফের ‘ভার্চুয়াল লাভ’ নাটকে আমি তথ্য-প্রযুক্তি প্রেমী এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। ইন্টারনেট, ফেসবুক ছাড়া কিছু বুঝি না। আমার ছোট বোনকে দেখে ভার্চুয়াল প্রেমের প্রতি আকৃষ্ট হই। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।

দ্য রিপোর্ট : জাহিদুর রহিম অঞ্জনের ‘রেইনকোট’ চলচ্চিত্রের কাজ কতটুকু হয়েছে?

অপর্ণা : আমাদের শুটিং শেষ। ডাবিংও শেষ হয়ে গেছে। এখন পোস্ট প্রোডাকশন চলছে।

দ্য রিপোর্ট : রাজনৈতিক অস্থিরতায় শুটিং করছেন কীভাবে?

অপর্ণা : বাধ্য হয়ে করছি। ঘর থেকে তো বের হতেই হবে। কয়েকদিন আগে এক নাটকের শুটিং করতে কক্সবাজার গিয়ে দুইদিন বসে থাকতে হয়েছে। আমরা শান্তি চাই।

(দ্য রিপোর্ট/আইএফ/আইজেকে/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর