thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মুক্তিযোদ্ধার চরিত্রে জয়ন্ত চট্ট্যোপাধ্যায়

২০১৩ ডিসেম্বর ০৫ ১৮:৫৩:৩৯
মুক্তিযোদ্ধার চরিত্রে জয়ন্ত চট্ট্যোপাধ্যায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : আবু সাইয়িদ পরিচালিত ‘দ্বিতীয় অধ্যায়’ নাটকে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্ট্যোপাধ্যায়। বিজয় দিবস উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে।

নাটকের কাহিনীতে দেখা যাবে- বিশ্ববিদ্যালয়ে পড়–য়া পাঁচ বন্ধু লং ড্রাইভে যাওযার প্রস্তুতি নেয়। অনেক চিন্তা-ভাবনার পর বগুড়ায় এক বন্ধুর দাদাবাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। গ্রামে গিয়ে তারা বিভিন্ন ঝামেলায় পড়ে। তারা রাজধানীর তুলনায় অনেক অনুন্নত এক জায়গায় নিজেদের মানিয়ে নিতে পারে না। এ জন্য দেশকে দোষারোপ করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করা দাদা এ সব বিষয় মেনে নিতে পারেন না। তিনি তাদেরকে বোঝান। নিজের যুদ্ধের গল্প বলেন। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।

নাটকটিতে দাদার চরিত্রে অভিনয়কারী জয়ন্ত চট্ট্যোপাধ্যায় বলেন, ‘দেশ অনেক পরাশক্তির দ্বারা আক্রান্ত। আজ তরুণদের দায়িত্ব নেওয়ার সময়। আর এটাই হবে দ্বিতীয় অধ্যায়।’

নাট্যকার ও পরিচালক আবু সাইয়িদ বলেন, ‘এ গল্পের মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরতে চেয়েছি। বগুড়ার ভাণ্ডার বাড়িতে শুটিং করেছি। ডাবিং ও সম্পাদনা কাজ শেষ। এখন শুধু প্রচারের অপেক্ষায়।’

‘দ্বিতীয় অধ্যায়’ নাটকে জয়ন্ত চট্ট্যোপাধ্যায় ছাড়া আরও অভিনয় করেছেন- হাসান আজাদ, তৌসিফ, ইব্রাহিম, আবির, ইশরাত তন্বী প্রমুখ।

(দ্য রিপোর্ট/আইএফ/আইজেকে/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর