thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ঝগড়াটে মেয়ে হাসিন

২০১৩ ডিসেম্বর ০৫ ১৯:১২:২৩
ঝগড়াটে মেয়ে হাসিন

দ্য রিপোর্ট ডেস্ক : স্বামীর সঙ্গে শুধু ঝগড়া করেন হাসিন। স্বামীর মা ও বোনেরা তার কাছে চক্ষুশূল। তবে বাস্তবে নয়, বিষয়টি ঘটেছে একটি নাটকে।

আশফাকুর রহমান অভির ‘মেঘের অনেক রং’ নাটকে ঝগড়াটে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন হাসিন।

নাটকের কাহিনীতে দেখা যাবে- মা, বোন ও স্ত্রীকে নিয়ে আনিসের সংসার। নিজের ফ্যাক্টরি ও সংসারের দায়িত্ব ভালোভাবেই পালন করছিল। কিন্তু সমস্যা তৈরি হয় স্ত্রীকে নিয়ে। সংসারে আনিসের মা ও বোনদের ভালোভাবে মেনে নিতে পারে না সে। প্রায়শই তাদের ঝগড়া হয়। হঠাৎ একদিন ফ্যাক্টরিতে আগুন লাগলে ব্যাপক ক্ষতির মধ্যে পড়ে আনিস। কারো কাছ থেকে সহযোগিতা পায় না সে। এ সময় মা-ই কেবল তার পাশে দাঁড়ান। তার বাবার রেখে যাওয়া একটি জমির দলিল দিয়ে দেন। মায়ের এই ভূমিকা নতুন করে ভাবায় তাকে। এক পর্যায়ে আনিস ও তার স্ত্রী মায়ের কাছে ক্ষমা চায়- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মেঘের অনেক রং’।

নাটকটির রচনা ও পরিচালনা করেছেন আশফাকুর রহমান অভি। হাসিন ছাড়াও এতে অভিনয় করেছেন মাজনুন মিজান, ওয়াহিদা মল্লিক জলি, লিপিকা প্রমুখ।

নাটকটি হবে প্রচার শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।

(দ্য রিপোর্ট/আইএফ/আইজেকে/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর