thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

লা লিগার সেরা ফুটবলার মেসি

২০১৩ ডিসেম্বর ০৫ ১৯:২৪:৫৪
লা লিগার সেরা ফুটবলার মেসি

দ্য রিপোর্ট ডেস্ক : গত মৌসুমে দারুণ পারফর্ম করায় স্পেনের লা লিগায় সেরা ফরোয়ার্ড ও বর্ষসেরার পুরস্কার জিতেছেন বার্সেলোনার উইঙ্গার লিওনেল মেসি।

ইনজুরির জন্য এ বছর মাঠে নামতে পারবেন না এই আলোচিত ফুটবলার। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে মাঠে দেখা যেতে পারে এই আর্জেন্টাইন অধিনায়ককে। গত বছর সর্বোচ্চ গোল করায় এরই মধ্যে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতেছেন; এটা টানা ৪ বার ব্যালন ডি’ওরের পুরস্কার জেতা তার।

আগের ৫ মৌসুমেও লা লিগার বর্ষসেরার পুরস্কার নিজের করে নিয়েছিলেন মেসি। ইনজুরির আগে চলতি মৌসুমেও দারুণ খেলেছেন। বার্সার হয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৮ বার। মেসির আগে শুধুই রয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। তার গোল সংখ্যা ১৭।

(দ্য রিপোর্ট/সিজি/এএস/ডিসেম্বর ৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর