thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বটিয়াঘাটা ইউএনওসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

২০১৩ ডিসেম্বর ০৫ ১৯:২৬:২৭
বটিয়াঘাটা ইউএনওসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্যক্তি মালিকানায় সরকারি জমি বরাদ্দ দেওয়ার অভিযোগ খুলনার বটিয়াঘাটার সাবেক ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. সাজেদুর রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অন্য আসামিরা হলেন- বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো. মতিয়ার রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. কামরুজ্জামান, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোড়ল মো. আলমগীর কবির, তুলশী বিশ্বাস, মো. তৈয়বুর রহমান, মো. জামাল বয়াতি, মো. জামাল ফারাজী, সরদার মাহবুবুর রহমান, বিশ্বজিৎ ঘোষ, মৃণাল কান্তি দে, মো. রুহুল আমিন, খসরু, মো. বাদশা মিয়া, মো. আব্দুল হাফিজ এবং মো. নজরুল ইসলাম।

দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজসে সরকারের ২ দশমিক ৭৯ একর সরকারি জমি ব্যক্তি মালিকানায় বরাদ্দ দিয়েছেন।

কমিশন বিষয়টি পর্যালোচনা করে দণ্ডবিধির ৪০৯/২১৭/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলার অনুমোদন দিয়েছে। শিগগির মামলাটি দায়ের করা হবে।

দুদকের সহকারী পরিচালক যতন কুমার রায় এ অভিযোগটি অনুসন্ধান করেছেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এনডিএস/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর