thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

প্রভুদেবার সঙ্গে একতা

২০১৩ ডিসেম্বর ০৫ ১৯:৩১:০০
প্রভুদেবার সঙ্গে একতা

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের জনপ্রিয় নৃত্যশিল্পী ও চলচ্চিত্র পরিচালক প্রভুদেবার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বলিউডের স্বনামধন্য প্রযোজক একতা কাপুর। এমনটাই চাউর হয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। আর এর সত্যতা প্রকাশ করেছে একতা কাপুরের প্রযোজনা সংস্থা বালাজি ফিল্মস।

বালাজি ফিল্মসের মুখপাত্র জানান, ‘আমরা আমাদের চলচ্চিত্রের জন্য প্রভুদেবাকে চাইছি। প্রভু একজন সফল পরিচালক। তাকে নিয়ে বিনোদনমূলক চলচ্চিত্র নির্মাণ করব। এখনও আমরা চলচ্চিত্রের কাস্টিং ঠিক করিনি। তবে নতুন নায়ক-নায়িকা নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হবে। ২০১৪ সালেই শুরু হবে চলচ্চিত্রের শুটিং।’

প্রভুদেবা পরিচালিত ওয়ান্টেড, রাউড়ি রাথোর, রামাইয়া ভাস্তাভাইয়ার সাফল্যের পর এবার মুক্তি পাচ্ছে রাজকুমার। মুক্তির আগেই রাজকুমারের গানগুলো জনপ্রিয়তা পেয়ে গেছে।

প্রভুদেবার সাফল্যের এই ধারাবাহিকতাকে কাজে লাগাতে চান একতা কাপুর।

(দ্য রিপোর্ট/ আইএফ/আইজেকে/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর