thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ইরাকে হামলায় নিহত ৮, আহত ৭০

২০১৩ ডিসেম্বর ০৫ ১৯:৩৮:০৫
ইরাকে হামলায় নিহত ৮, আহত ৭০

দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকে বুধবার পুলিশের একটি গোয়েন্দা হেডকোয়ার্টার এবং শপিংমলে আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত ও ৭০ জন আহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে ওই দুই স্থাপনায় সমন্বিত এই হামলা চালানো হয়েছে।

দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে, একটি গোয়েন্দা পুলিশের হেডকোয়ার্টারের কাছে এক আত্মঘাতী বোমা এবং বন্দুক হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, দুই জন আত্মঘাতী বোমা হামলাকারী বন্দুকসহ একটি শপিংমলে ঢুকে পড়ে। এসময় ওই দুই ব্যক্তি শপিংমলের ১৫ জন দোকানদারকে জিম্মি করে রাখে। একজন আত্মঘাতী বোমা হামলাকারীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হত্যা করতে সক্ষম হয়। অপর হামলাকারী তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় একজন জিম্মি আহত হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, শপিংমলে যখন ওই বিস্ফোরণ ঘটে তখন আমি ঘরেই ছিলাম। বিস্ফোরণে আমার ঘর কেঁপে ওঠে এবং জানালা ভেঙ্গে যায়।

তবে কোন গ্রুপই এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে মঙ্গলবার একই ধরনের দুটি হামলায় ১২ জন নিহত হয়েছিল।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ইরাকে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে আগামি বছরের এপ্রিলে দেশটিতে সাধারণ নির্বাচনকে সামনে রেখে সহিংসতার পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।

(দ্য রিপোর্ট/আদসি/এমসি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর