thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মা হলেন জেনিফার লাভ হিউইট

২০১৩ ডিসেম্বর ০৫ ২০:০২:৫৮
মা হলেন জেনিফার লাভ হিউইট

দ্য রিপোর্ট ডেস্ক : জেনিফার লাভ হিউইট মঙ্গলবার এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। হলিউড তারকা তার মেয়ের নাম রেখেছেন অটাম জেমস হালিসে। এর আগে দীর্ঘদিনের প্রেমিক ও সহ-অভিনেতা ব্রায়ান হালিসেকে গোপনে বিয়েও করেছেন জেনিফার।

মা হওয়া প্রসঙ্গে জেনিফার সংবাদমাধ্যমকে বলেন, ‘দেড় বছর আগে আমার মা মারা গেছেন। তাকে আমি অনেক মিস করি। তিনি আমাকে এত ভালোবাসতেন, যা বলার মতো নয়। আমি মা হয়েছি। আমার মেয়েকে দেখে যেতে পারলেন না তিনি।’

তিনি আরও জানান, ‘আমি মাকে দেখে সবসময়ই অনুপ্র্রাণিত হয়েছি। তার মতো একজন ভালো মা হতে চেয়েছি। ঈশ্বরের আশীর্বাদে মা হয়েছি। এখন আমার মেয়ে অটামকে অনেক দায়িত্ব নিয়ে বড় করব। যেভাবে আমার মা আমাকে বড় করেছেন।’

বর্তমানে টিভি সিরিজ ‘ক্লান্টেন্ট লিস্ট’-এ অভিনয় করছেন জেনিফার। তার পরবর্তী চলচ্চিত্র ‘জেসাবেল’ মুক্তি পাবে ২০১৪ সালে।

(দ্য রিপোর্ট/ আইএফ/আইজেকে/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর