thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

শেখ জামাল-আবাহনী সেমিফাইনাল শুক্রবার

২০১৩ ডিসেম্বর ০৫ ২০:১৯:৪৩
শেখ জামাল-আবাহনী সেমিফাইনাল শুক্রবার

দ্য রিপোর্ট প্রতিবেদক :ওয়ালটন ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে শুক্রবার মুখোমুখি হচ্ছে ২ প্রতিবেশি দল আবাহনী ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। কাগজে-কলমে শেখ জামালকে অনেকে এগিয়ে রাখলেও শক্তির বিচারে ফেলনা নয় আবাহনী।

শেখ জামালের নাইজেরিয়ান কোচ আফুসি যোসেফ অবশ্য এগিয়ে রাখছেন আবাহনীকে। প্রতিপক্ষ দলের বিপক্ষে জয় পেতে শিষ্যদের সেরা খেলা খেলতে হবে, এটা ভালোই বোঝেন এই বিদেশি কোচ। আবাহনীর কোচ অমলেশ সেনও জিততে মরিয়া। পাশাপাশি ভক্তদের ভালো ফুটবল উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন অভিজ্ঞ এই কোচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে মৌসুমের প্রথম টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন(বিটিভি)।

বাফুফের ভবনে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শেখ জামালের কোচ আফুসি যোসেফ বলেছেন, ‘আবাহনীতে অভিজ্ঞ ও জাতীয় দলের খেলোয়াড় রয়েছে। তাদের বিদেশি খেলোয়াড়রাও ভালো। আবাহনী ব্যালান্সড দল। তাদের সঙ্গে জিততে হলে অবশ্যই সেরা খেলাটা খেলতে হবে। কোনো রকম ভুল করা যাবে না। আমাদের সেরা খেলোয়াড় সনি নোর্দে মোহামেডানের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছে। আশা করছি, সনি এই ম্যাচে খেলতে পারবে। যদি সে খেলে তাহলে আমাদের টিম স্পিরিট বেড়ে যাবে।’

শেখ জামালের অধিনায়ক মামুনুল ইসলাম এ ম্যাচে দুদলকে ফিফটি ফিফটি মার্ক দিয়েছেন। দেশি খেলোয়াড়রাই ম্যাচের ভাগ্য গড়ে দেবে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ‘আবাহনীর সঙ্গে সেমিফাইনালের খেলাটি হচ্ছে ফিফটি ফিফটি ম্যাচ। ফেডারেশন কাপে আবাহনীর সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছি আমরা। আবাহনীর জন্য বিশাল অ্যাডভান্টেজ হচ্ছে দর্শক। আমাদের মূল শক্তিই হচ্ছে ভালো ফুটবল খেলা। আমাদের অ্যাটাকিং দিক ভালো আবাহনীরও অ্যাটাকিং দিক ভালো। ২ দলেরই বিদেশি খেলোয়াড়রা ভালো খেলছে। ২ দলের দেশি খেলোয়াড়রাই ম্যাচের ভাগ্য গড়বে বলে মনে করি আমি।’

আবাহনীর সঙ্গে এই প্রতিযোগিতার আগে একটি প্রীতিম্যাচ খেলেছিল শেখ জামাল। ওই ম্যাচে জিতেছিল আবাহনী। অতীত নিয়ে মাথা ঘামাচ্ছেন না দলের অধিনায়ক। বলেছেন, ‘ফ্রেন্ডলি ম্যাচ আর বিগ ম্যাচের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’ অন্যদিকে আবাহনীর কোচ অমলেশ সেন এ ম্যাচ নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেছেন, ‘দলে অনেক ইনজুরি ছিল। তবে সেই ইনজুরি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি আমরা। সুতরাং সেমিফাইনালে অবশ্যই ভালো ফুটবল উপহার দেব।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর