thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খালেদা জিয়ার কার্যালয়ে কাজী জাফর

২০১৩ ডিসেম্বর ০৫ ২০:৩৫:৫১
খালেদা জিয়ার কার্যালয়ে কাজী জাফর

দ্য রিপোর্ট প্রতিবেদক : নবগঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের নেতৃত্ব ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গুলশান বিএনপি কার্যালয়ে প্রবেশ করেছেন। বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে তারা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন।

প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, গোলাম মসীহ, মোস্তফা জামাল হায়দার, মজিবর রহমান, এস এম এম আলম, এইচ এম গোলাম রেজা, নওয়াব আলী আব্বাস, আনসার আহমেদ, ড. শহীদুল ই্সলাম, আনোয়ারা বেগম, আনিসুর রহমান মানিক, অ্যাডভোকেট মজিবর রহমান, হোসনে আরা আহসান, মনিরা বেগম ও বেগম তাহসিনা।

এর আগে রাত সোয়া ৮টায় খালেদা জিয়া কার্যালয়ে আসেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করতে কাজী জাফর প্রতিনিধি দল নিয়ে তার কার্যালয়ে এসেছেন বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর