thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

ভারত মহিলা ক্রিকেট দল জানুয়ারিতে বাংলাদেশে

২০১৩ ডিসেম্বর ০৫ ২০:৫১:২৯
ভারত মহিলা ক্রিকেট দল জানুয়ারিতে বাংলাদেশে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের এখন লক্ষ্য টোয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপ ঘিরেই ১৬ নভেম্বর থেকে মিরপুরের একাডেমি মাঠে টানা অনুশীলন করছেন সালমা খাতুনরা। কিন্তু এর আগে আরেক লক্ষ্যে তাদের সামনে এসেছে। ভারত মহিলা ক্রিকেট দল বাংলাদেশে আসছে। ভারতের বিপক্ষে জানুয়ারিতে টোয়েন্টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সবটাই বিসিবির তথ্য। এ বাইরে পাকিস্তান মহিলা ক্রিকেট দলকেও আনার প্রাণপণ চেষ্টা চলছে।

নতুন অস্ট্রেলিয়ান কোচ শেন ডেইটজের তত্বাবধানে চলছে টানা সকাল-দুপুর অনুশীলন। শুক্রবার থেকে প্রমীলা ক্রিকেটাররা সেই অনুশীলনে ৩ দিন বিরতি পেয়েছেন। সোমবার আবার শুরু হবে অনুশীলন। বিশ্বকাপের ক্যাম্প শুরু হলেও এখন নতুন মিশন নিয়ে সালমা খাতুনদের ভাবতে হচ্ছে।

বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন জানিয়েছেন, ‘ভারত জানুয়ারিতে আসছে। তবে কবে আসবে; কয়টা ম্যাচ হবে, তা এখনও ঠিক হয়নি। তবে আমাদের বিশ্বকাপে সবকটি খেলা যেহেতু সিলেটে হবে। তাই সিলেটে সিরিজ হলেই ভালো হবে। শুনছি শুধু ভারতই নয়, পাকিস্তানও আসতে পারে। এ দুই দলের বিপক্ষে যদি বিশ্বকাপের আগে খেলা যায়; তাহলে অনেক বেশি উপকার হবে আমাদের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজে অংশ নিয়ে বিশ্বকাপের মিশনে নামতে পারব।’

অনুশীলন কঠোর হচ্ছে বলেও জানিয়েছেন সালমা খাতুন। বলেছেন, ‘যে কোনো সময়ের চেয়ে এবার অনুশীলন কঠোর হচ্ছে। আমাদের ফিটনেসের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। বোলিংকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এর সঙ্গে ব্যাটিং, ফিল্ডিং নিয়ে বিশেষ কাজ করানো হচ্ছে।’ সালমা আরো যোগ করেছেন, ‘আসলে ঘরের মাঠে হবে বিশ্বকাপ। তাও আবার আমরা প্রথম অংশ নেব। এমন সুযোগে আমরা ইতিহাসের সাক্ষী হতেই চাইব। এজন্য সবাই কঠোর অনুশীলন করছি। চূড়ান্ত দলে থাকার জন্য সবার মধ্যেই প্রতিযোগিতা শুরু হয়েছে।’

বিশ্বকাপে ২৬ মার্চ বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর গ্রুপ পর্বে ২৮ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ৩০ মার্চ ভারত-বাংলাদেশ। সর্বশেষে ১ এপ্রিল বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে এখনও কোনো টোয়েন্টি২০ ম্যাচ খেলনি বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে ৩টি ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ খেলেছে। ভারতের বিপক্ষে সবকটি ম্যাচে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ২০১২ সালের অক্টোবরে টোয়েন্টি২০ এশিয়া কাপে ৫ রানে জিতেছে বাংলাদেশ।

বিশ্বকাপ সম্পর্কে সালমা খাতুন বলছেন, ‘বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেললে তাদের শক্তি, সামর্থ্য সম্পর্কে জানা যাবে। যা শ্রীলঙ্কার বিপক্ষে কাজে লাগবে। অন্যান্য ম্যাচেও কাজে লাগাবে ওই অভিজ্ঞতা। প্রথমবার খেলছি; চেষ্টা করব দেশের সবাইকে খুশি করতে।’

শুধু সালমা নন, অনুশীলনে রয়েছেন আরও ২৮ প্রমীলা ক্রিকেটার। তারা হচ্ছেন রুমানা আহমেদ, লতা মন্ডল, আয়েশা রহমান, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, নুজহাত তাসনিয়া, সুলতানা ইয়াসমিন বৈশাখী, আয়েশা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, শাহনাজ পারভিন, লিলী রানী বিশ্বাস, তিথি রানী সরকার, রিতু মনি, তাজিয়া আক্তার, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, শোহেলী আক্তার, সানজিদা ইসলাম ময়না, সাথিরা জাকির, সায়লা শারমিন, সাবিকুন নাহার জেসমিন, জান্নাতুল ফেরদৌসি, সুবর্না ইসলাম, নিগার সুলতানা, নাদিয়া আফরিন ও তমালিকা সুমনা।

(দ্য রিপোর্ট/এমএস/এএস/সিজি/ডিসেম্বর ৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর