thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মঞ্চে আসছে ‘প্রমিথিউস’

২০১৩ ডিসেম্বর ০৫ ২১:০৬:০৫
মঞ্চে আসছে ‘প্রমিথিউস’

দ্য রিপোর্ট প্রতিবেদক : মঞ্চে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়-এর নতুন নাটক প্রমিথিউস। স্কাইলাসের ‘প্রমিথিউস বাউন্ড’ আশ্রয়ে নির্মিত এ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

আনন জামান রচিত ও মোস্তাফিজুর নূর ইমরান নির্দেশিত ‘প্রমিথিউস’ মহাকাল নাট্য সম্প্রদায়-এর ৩০তম প্রযোজনা।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবে- মীর জাহিদ হাসান, সৈয়দ লুৎফর রহমান, মো. শাহনেওয়াজ, জাহিদুল কামাল চৌধুরী দিপু, উৎপল চক্রবর্তী, হাবিবুর রহমান হাবিব, ইকবাল চৌধুরী, পলি বিশ্বাস, সৈয়দ ফেরদৌস ইকরাম, নিভেল হাওলাদার, আবুল কালাম আজাদ, শিখা দাশ, বাঁধন, জুয়েল, শিশির, অরুন দাশ, জীবন, জানেসার, জনি, সোহেল, মিঠুন, এনামুল, সোনিয়া, রিয়া, শ্রাবণ, জাহাঙ্গীর, মাইনুল ইসলাম ও ইমতু।

নেপথ্য শিল্পীদের মধ্যে রয়েছেন- আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় আলী আহমেদ মুকুল, পোশাক ও আবহসঙ্গীত পরিকল্পনায় মোস্তাফিজুর নূর ইমরান, কোরিওগ্রাফিতে কামরুল হাসান ফেরদৌস, পোস্টার ডিজাইন পিযূষ দস্তিদার ও রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়।

(দ্য রিপোর্ট/এমএ/আইজেকে/ ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর