thereport24.com
ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১,  ১৬ জমাদিউস সানি 1446

প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে আঙুর বীজের নির্যাস

২০১৩ ডিসেম্বর ০৫ ২১:৩৪:৩২
প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে আঙুর বীজের নির্যাস

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতীয় বংশোদ্ভুত গবেষকের একটি নতুন গবেষণায় দেখা গেছে, আঙুরের বীজের নির্যাসের B2G2 মৃত কোষকে ধ্বংস করে যা এপোপটোসিস নামে পরিচিত। এটি প্রোস্টেট ক্যান্সারের সুস্থ্য কোষকে রক্ষা করতে সাহায্য করে।

পূর্ববর্তী গবেষণায় আঙুরের বীজের নির্যাস থেকে (GSE) অনুরূপ ক্যান্সার বিরোধী কার্যকলাপ দেখানো হয়েছে কিন্তু বর্তমান গবেষণা থেকে আমরা জানি B2G2 সবচেয়ে সক্রিয় ও সংশ্লেষিত উপাদান যে বিষয়ে গবেষণা করার বিস্তর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন কলোরাডো স্কেগস স্কুল বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ও ফার্মাসিউটিক্যাল সায়েন্সের গবেষক আলপনা ত্যাগী।

পূর্ববর্তী গবেষণায় ক্যান্সার কোষের বিরুদ্ধে GSE কার্যকারিতা ও তার কাজের প্রক্রিয়া দেখানো হয়েছে। তবে সম্প্রতি GSE এর প্রয়োজনীয় উপাদান সম্পর্কে জানান। প্রাকৃতিকভাবে এই যৌগ GSE, পলিফেনলের একটি জটিল মিশ্রণ এবং এছাড়াও এ পর্যন্ত এটি ক্যান্সার কোষের বিরুদ্ধে GSE এর বায়োলজিক্যাল সক্রিয় উপাদানসমূহের বিষয়ে স্পষ্ট হয়েছে।

এখন পর্যন্ত গবেষণায় দেখা গেছে যৌগ হিসেবে B2G2 সক্রিয়, কিন্তু এটি ব্যয়বহুল ও বীজের নির্যাস থেকে B2G2 বিছিন্ন হতে দীর্ঘ সময় লাগে।

বর্তমান গবেষণার রিপোর্ট যুক্তিসঙ্গতভাবে দ্রুত ও কম খরচে B2G2 গ্রাম পরিমান হিসেবে এই গবেষণার সাফল্য তুলে ধরা হয়।

গবেষণায় আরো দেখানো হয় ক্যান্সার বিরোধী B2G2- এর কার্যকারিতা GSE এর কার্যকারিতার অনুরূপ।

গবেষণার রিপোর্টটি ‘পুষ্টি এবং ক্যান্সার’ জার্নালে প্রকাশিত হয়।

(দ্য রিপোর্ট/কেএম/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর