thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

অ্যাক্রোবেটিক দলের জাদুকরী নৈপুণ্য

২০১৩ ডিসেম্বর ০৫ ২১:৪৬:১১
অ্যাক্রোবেটিক দলের জাদুকরী নৈপুণ্য

দ্য রিপোর্ট প্রতিবেদক : অক্ষমতার জায়গায় সবকালে, সবসময় কৌতূহলী হয়েছে মানুষ। এ কৌতূহল অনেককে নতুনত্বের জায়গায় পৌঁছাতে সহায়তা করেছে। পরাস্থ মানুষ বৈপরীত্বের ব্যঞ্জনা সয়ে নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে। তবে সৃষ্টির আরেক সৌন্দর্য সবাক কিংবা নির্বাক যা দর্শকের শৈল্পিক উপলব্ধির মধ্য দিয়েও ঘটে। এমনটিই শিল্পকলা একাডেমি আয়োজিত দেশব্যাপী অ্যাক্রোবেটিক শো’র মাধ্যমে ধরা দিয়েছে শিল্পীদের উপস্থাপনা এবং দর্শকদের ছিমছাম নীরবতায়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে শিল্পীরা তাদের জাদুকরী নৈপুণ্য প্রদর্শনের মধ্য দিয়ে নির্মল আনন্দ দিয়েছে রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিকে তুচ্ছ মনে করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকদের। সেই সঙ্গে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে যে অ্যাক্রোবেটিক একটি স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ শিল্প হিসেবে। অ্যাক্রোবেটিক দলের সপ্তম পর্বের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, টিএসসির পরিচালক আলমগীর হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সৈয়দ রেজাউর রহমান। বক্তারা বলেন, ‘সুস্থ বিনোদন এবং বাঙালির হাজার বছরের সংস্কৃতি সুরক্ষায় অ্যাক্রেবেটিক শো গুরুতপূর্ণ ভূমিকা পালন করবে। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পটিকে আন্তর্জাতিক মাত্রায় পৌঁছানো সম্ভব।’

উদ্বোধনী আলোচনা শেষে শিল্পীরা সপ্তম বারের মতো পর্যায়ক্রমে পরিবেশন করে ‘জলি সিমেন, রোলার ব্যালেন্স, পুতুল পরিবেশন করে হ্যান্ড স্কিল, চেয়ার সিনাসিনি, নক আয়রন বার, রোপ রাউন্ড স্কিল, রিং জাম্প, ‘মাউথ স্কিল, আংকারাসা, রিং ডান্স, রোপ জাম্প, ব্রিক স্কিল এবং নুনথু’।

(দ্য রিপোর্ট/এমএ/এস/এমসি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর