thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রংপুর নির্বাচন অফিসে ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ০৫ ২২:০৩:৩৯
রংপুর নির্বাচন অফিসে ককটেল বিস্ফোরণ

রংপুর সংবাদদাতা : রংপুর নির্বাচন অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা দ্য রিপোর্টকে জানান, দুর্বৃত্তদের আটকের চেষ্টা করা হচ্ছে। জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা সরকার আশরাফুল আলম দ্য রিপোর্টকে জানান, তারা নির্বাচন অফিসে বসে কাজ করছিল। এ সময় অফিসের পেছন দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেল দুটি বিকট শব্দে বিস্ফোরিত হলে আতংক ছড়িয়ে পড়ে পুরো অফিসে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এসএ/এমএইচও/এমসি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর