thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

লক্ষ্মীপুর-৩ আসনের আ.লীগ-জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল

২০১৩ ডিসেম্বর ০৫ ২২:১০:১২
লক্ষ্মীপুর-৩ আসনের আ.লীগ-জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল

লক্ষ্মীপুর সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম শাহজাহান কামাল ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান চৌধুরী মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম মিজানুর রহমান।

ঋণখেলাপির দায়ে বৃহস্পতিবার তাদের মনোনয়ন বাতিল করা হয়। ফলে এ আসনে কোনো প্রার্থী রইল না।

তবে, আগামি তিনদিনের ভেতরে মনোনয়নপত্র বহালের জন্য আপিল করতে পারবেন এ দুই প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ বিকেলে মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, ঋণখেলাপির কারণে আ.লীগ ও জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তিনদিনের ভেতরে তারা আপিল করতে পারবেন।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য লক্ষ্মীপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম শাহজাহান কামাল ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান চৌধুরী গত সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

(দ্য রিপোর্ট/এমএনইউ/এমএইচও/এমসি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর