thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ঝিনাইদহে দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

২০১৩ ডিসেম্বর ০৫ ২২:১৯:২৬
ঝিনাইদহে দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

ঝিনাইদহ সংবাদদাতা : জেলা শহরের আরাপপুর রাবেয়া হাসপাতালের পাশে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটেছে। নিহতের নাম মনোয়ার হোসেন (৪০)।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মনোয়ার হোসেন মারা যান। আহতদের মধ্যে চা দোকানদার দুলাল হোসেনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ শহরের আরাপপুর রাবেয়া ক্লিনিকের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি চায়ের দোকান ভেঙ্গে মার্কেটে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে বসে থাকা লোকজন ও যাত্রীসহ কমপক্ষে ১০ জন আহত হন।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমএইচও/এমসি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর