thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সাতক্ষীরায় মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ০৫ ২২:৪২:২৩
সাতক্ষীরায় মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

সাতক্ষীরা সংবাদদাতা : জেলার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর ঘোলা নামকস্থান থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মাছ ব্যবসায়ী আবু ছাদেকের (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ছাদেক সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের এলাহী বক্সের ছেলে। শ্যামনগর থানার উপ-পরিদর্শক ইউসুফ আলী দ্য রিপোর্টকে জানান, খোলপেটুয়া নদীর ঘোলা নামকস্থান থেকে ছাদেকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের শরীর দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। এছাড়াও দাহ্য পদার্থ মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। হত্যার পর তাকে নদীতে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

মৃতের বোন ফরিদা আক্তার বানু দ্য রিপোর্টকে জানান, তার ভাই আবু ছাদেক একজন মাছ ব্যবসায়ী। সোমবার বিকেলে শ্যামনগরের নওয়াবেকী থেকে বাগদা চিংড়ি কিনে লঞ্চযোগে খুলনার উদ্দেশ্যে রওনা হয় ছাদেক। এরপর থেকে সে নিখোঁজ থাকে।

(দ্য রিপোর্ট/আরকে/এমএইচও/এমসি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর