thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিদ্ধান্তে অটল আছি : এরশাদ

২০১৩ ডিসেম্বর ০৬ ০০:৩৫:৩৮
সিদ্ধান্তে অটল আছি : এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সিদ্ধান্তে অটল রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার রাতে বারিধারায় প্রেসিডেন্ট পার্কের বাড়িতে অপেক্ষমান সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান এ সময় আবার নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে বলেন, সর্বদলীয় সরকার থেকে তার দলের মন্ত্রী প্রতিমন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন তিনি।

তবে বৃহস্পতিবার দিনভর গুঞ্জনের মধ্যে জাতীয় পার্টির কোন সদস্যই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেননি।

এরশাদ বলেন, পদত্যাগপত্রগুলো আমার কাছে আছে। মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া উদ্দিন আহমেদ বাবলু দু-একদিনের মধ্যেই পদত্যাগপত্র জমা দেবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, রওশন আমার স্ত্রী। সে আমার কথার বাইরে যাবে না। সেও পদত্যাগপত্র জমা দেবে।

নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভায় জাতীয় পার্টির চারজন মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী ও একজন উপদেষ্টা রয়েছেন।

(দ্য রিপোর্ট/ কেজেএন/আরএমএম/এমডি/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর