thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বিদায় বর্ণবাদ বিরোধী সংগ্রামের কিংবদন্তি ম্যান্ডেলা

২০১৩ ডিসেম্বর ০৬ ০৩:৫৭:২১
বিদায় বর্ণবাদ বিরোধী সংগ্রামের কিংবদন্তি ম্যান্ডেলা

দ্য রিপোর্ট ডেস্ক : বর্ণবাদ বিরোধী সংগ্রামের কিংবদন্তি নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা শুক্রবার রাতে মারা গেছেন। দেশটির প্রেসিডেন্ট এ খবর নিশ্চিত করেন। খবর বিবিসির।

জোহান্সবার্গের হওটনের শহরতলীতে নিজ বাড়িতে ম্যান্ডেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় অনেক আত্মীয়স্বজন ও অনুসারীরা তার বাড়ির সামনে ভিড় করে।

ম্যান্ডেলার পারিবারিক সূত্র জানায়, ফুসফুসে প্রদাহজনিত রোগে ম্যান্ডেলা তিন মাস হাসপাতালে ছিলেন। সম্প্রতি তাকে বাড়িতে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল।

হাসপাতাল থেকে চলে আসার পর থেকেই সরকারের পক্ষ থেকে ম্যান্ডেলার শারীরিক অবস্থার সার্বক্ষনিক খবরাখবর জানানো হচ্ছিল। তারা বলছিলো, ম্যান্ডেলার অবস্থা আশংকাজনক, তবে অপরিবর্তনীয়।

দক্ষিণ আফ্রিকানদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জেকব জুমা বলেন, ‘ম্যান্ডেলা মারা গেছেন এবং শান্তিতে আছেন।’

জাতির উদ্দেশে জুমা বলেন, ‘জাতি তার শ্রেষ্ঠ সন্তানটিকে হারালো। তিনি আমাদেরকে একত্রিত করেছেন এবং আমরা তাকে একসঙ্গেই শেষবিদায় জানাবো।’

৯৫ বছর বয়সী ম্যান্ডেলা তার জীবনের ২৭ বছরই কারাগারে অতিবাহিত করেন। কারগার থেকে মুক্তির পর ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের অবসান ঘটিয়ে আফ্রিকানদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন এ মহাপুরুষ।

২৭ বছর সাজা ভোগ করা সত্ত্বেও ক্ষমতা গ্রহণের পর পুনরায় দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গদের একত্রিত করার উদ্যোগ নিয়ে বিশ্বের কাছে অন্যতম সম্মানীয় ব্যাক্তি হিসেবে স্থান করে নেন ম্যান্ডেলা।

২০০৪ সালে দল থেকে অবসর নেওয়ার পর থেকে তাকে খুব কমই জনসম্মুখে দেখা যাচ্ছিল।

(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/ ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর