thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ৩১ চৈত্র ১৪৩১,  ৭ জিলকদ  1445

অবরোধের আগুনে দগ্ধ ট্রাকচালকের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ০৬ ০৯:৩৬:৩১
অবরোধের আগুনে দগ্ধ ট্রাকচালকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবরোধের সহিংসতার অগ্নিদগ্ধ ট্রাকচালক মেহেদী হাসান (২৮) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউর প্রধান অধ্যাপক শাহ আলম ভূঁইয়া জানান, সকাল ৯টা ২০ মিনিটে মেহেদি হাসানের মৃত্যু হয়েছে।

মেহেদি হাসানের চাচা তৌহিদুর রহমান সেন্টু জানান, অবরোধ চলাকালে ৩০ নভেম্বর রাত সাড়ে ৮টায় ফরিদপুরের কালীখোলা বাজার এলাকায় অবরোধকারীরা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে মেহেদি হাসান অগ্নিদগ্ধ হন। তার শরীরের ৬৪ শতাংশ পুড়ে যায়। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। তার বাবার নাম তারা মিয়া। তাদের গ্রামের বাড়ি বায়তুল আমান ফরিদপুর।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এএস/এসবি/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর