thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বেনাপোলে বোমায় আহত ২

২০১৩ ডিসেম্বর ০৬ ১১:৪৯:৩৬
বেনাপোলে বোমায় আহত ২

বেনাপোল সংবাদদাতা : বেনাপোল পৌরসভার দিঘিরপাড় এলাকায় বৃহস্পতিবার রাত ৮টায় আওয়াল ও সুইট নামে দুই যুবলীগ কর্মী বোমা বানাতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন।

এলাকাবাসী জানান, দিঘিরপাড় গ্রামের খালেকের ছেলে আওয়াল ও বাবুলের ছেলে সুইট গ্রামের কবর স্থানে বোমা তৈরি করছিলেন। এ সময় বোমা বিস্ফোরিত হলে আওয়ালের এক হাত উড়ে যায় এবং সুইটও মারাত্মক আহত হন। ঘটনাস্থলে পুলিশ আসার আগে তাদের আত্মীয়স্বজন সেখান থেকে তাদের উদ্ধার করে অজ্ঞাত স্থানে চিকিৎসার জন্য নিয়ে যায়।

বেনাপোল ইউনিয়ন ছাত্রলীগের নেতা জুলফিকার আলী ঝন্টু জানান, তারা সুবিধাবাদী রাজনীতি করে। তারা যুবলীগের সক্রিয় কর্মী নয়।

বেনাপোল পোর্ট থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আহতরা কোথায় চিকিৎসা নিচ্ছে, তা জানা যায়নি। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এআর/এএস/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর