thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক

২০১৩ ডিসেম্বর ০৬ ১১:৫৪:২৮
পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক

পাবনা সংবাদদাতা : পাবনার ফরিদপুরের কেনাই মধ্যপাড়া গ্রামে জমি দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শুক্রবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম জাকিরুল। তিনি কেনাই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, কেনাই মধ্যপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় রমজান ও জাকিরুল গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে দুই গ্রুপের সমর্থকরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রতিপক্ষের অস্ত্রাঘাতে জাকিরুল ইসলাম নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাকিরুলের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এস/এএস/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর